২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:০০

বরিশাল মহানগর জামায়াতের ষান্মাসিক মজলিসে শুরা  অধিবেশন সম্পন্ন

দৈনিক সময়ের চোখ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

এম জহির।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর মজলিসে শুরার ষান্মাসিক অধিবেশন সম্পন্ন হয়েছে। ২৪ আগস্ট শনিবার স্থানীয় একটি মিলনায়তনে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাববের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা হাসান আতিক, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান অধ্যাপক আনোয়ার হোসাইন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মহানগর আমির বলেন, ছাত্র জনতার কাঙ্খিত বিপ্লবকে সফল করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে। সব সময়ই একটি সুবিধাবাদী শ্রেণী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দায় জামায়াতের ঘারে চাপাতে চায়, এবারও এমন কাজ হলে আমরা সতর্কতার সাথে দুর্বৃত্তদের মোকাবেলা করব। জামায়াতে ইসলামী সব সময় বিপদে আপদে এদেশের জনগণের পাশে থেকেছে এবং সাধ্যের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করেছে। আমরা চলমান বন্যা পরিস্থিতিতেও সর্বোচ্চ পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, ইনশাআল্লাহ এজন্য আমাদের সকল জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বুদ্ধ করতে হবে। এই বিজয় ছাত্র-জনতাসহ এই দেশের সকল জনগণের, কোন একক ব্যক্তি বা দলের পক্ষে এ আন্দোলন সফল করা সম্ভব হতো না সুতরাং ছাত্র জনতা যে প্রত্যাশা নিয়ে কাজ করছে সে অনুযায়ী কাঙ্খিত সংস্কারে সরকারকে সহযোগিতার জন্য জামায়েত ইসলামী সব সময় প্রস্তুত।
মহানগর আমিরের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরার অধিবেশন শুরু হয় নির্ধারিত এজেন্ডা আলোচনা ও পূর্ববর্তী কর্মপরিষদের রেজুলেশন পেশ এবং পাস করানো হয়। দেশে সার্বিক পরিস্থিতির ও চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করার মাধ্যমে প্রোগ্রামের সমাপনী হয়।

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

সময়ের চোখ

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

সময়ের চোখ

Call