শিরোনাম
ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্যসেবা ও রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে তিনদিনের চলমান কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ থেকে কর্মস্থলে যোগ দেওয়ার সাময়িক সিদ্ধান্ত নিয়েছেন তারা। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাহিদুল হক অয়ন ও সাধারণ সম্পাদক ডা. প্রতীক বিশ্বাস।
লিখিত বক্তব্যে তারা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মমেক হাসপাতালে ঘটে যাওয়া ইন্টার্ন চিকিৎসকদের ওপর পুলিশ ক্যাম্পের সদস্যদের ন্যক্কারজনক হামলায় ৮ জন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী গুরুতর জখম হন। এতে সারা দেশের চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তিন দিনের কর্মবিরতি ঘোষণা করে ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি ছিল ক্যাম্পের দোষী পুলিশ সদস্যদের স্থায়ীভাবে বরখাস্ত করার। ইতোমধ্যে দোষিদের মধ্যে তিনজনকে সাময়িক বরখাস্ত ও বাকিদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ স্থায়ী বরখাস্ত করা হবে বলে পুলিশ সুপার আশ্বস্ত করেছেন।
দ্রুত ব্যবস্থা ও তদন্ত শুরু করার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যদি পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ স্থায়ী বরখাস্ত না করা হয় তাহলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে কলেজ ফটকের সামনে বিক্ষোভ করেছে। কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, নিরাপদ কর্ম পরিবেশ, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের দ্বারা শিক্ষার্থীদের হয়রানি এবং হাসপাতালে পুলিশ ও ইন্টার্নদের মধ্যে ঘটনার বিচারসহ ৭ দফা দাবিতে এ বিক্ষোভ করা হয়।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার থেকে ৩ দিনের কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসকরা। সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য ও আট ইন্টার্ন চিকিৎসক আহত হন। এ ঘটনার পর হাসপাতাল থেকে ক্যাম্প সরিয়ে নেয় পুলিশ। বরখাস্ত করা হয় ক্যাম্পের ইনচার্জসহ এক কন্সস্টেবলকে।
সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |