২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৬

বরিশালে মহানগর বিএনপির আনন্দ মিছিল

প্রকাশিত: জুলাই ৮, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল মহানগর ৩ সদস্য বিশিষ্ট বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এবং এক নং যুগ্ম আহবায়ক সাবেক লড়াকু ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিন, বলেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আগামী দেশনায়েক তারেক রহমানের আদর্শের আদর্শিত হয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে সকল ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে রাজপথে সরকার পতনের আন্দোলনে এক হয়ে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন আমরা ঐক্যবদ্ধভবে কাজ না করলে কোন কিছুতেই সফল হওয়া যায় না। তাই আমাদের এই নবগঠিত আহবায়ক কমিটি বরিশাল জেলা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপিকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমাদের মা দেষনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে মুক্ত করা সহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরের বেশে বাংলা মাঠিতে ফিরিয়ে আনার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটি যে সংগ্রাম করতে বলতে বলবে সেই আদেশ বরিশাল মহানগর বিএনপি রক্ত দিয়ে হলেও তা পালন করবে।

সোমাবার (৮) জুলাই বিকালে সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে নবগঠিত আহবায়ক কমিটির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া- মোনাজাতের আয়োজন সহ দেশনায়েক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা আনন্দ র‌্যালি করে নবগঠিত বিএনপি মহানগর কমিটি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর পূর্বে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুককে দলীয় নেতা কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়ক খেকে শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যলয়ে নিয়ে আসেন।

এখানে আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনকে বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাতে চাইলে দলীয় নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সনের অসুস্থার কারনে সেই ফুলের শুভেচ্ছা গ্রহন করেননি।

পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয় দলীয় নেতাকর্মীদের নিয়ে।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামাদলের সদস্য সচিব হাফেজ মুহাম্মাদ নাঈম খান। এছাড়া আনন্দ ও শুভেচ্ছা র‌্যালি করার জন্য দুপুরের পর থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, শ্রমিকদল, মহিলাদল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযাগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্লাকার্ড বহন করে মিছিল সহকারে দলীয় কার্যালয় আসে।

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

সময়ের চোখ

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

সময়ের চোখ

Call