২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৯

গৌরনদীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

দৈনিক সময়ের চোখ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

এম জহির।।
ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়াগতির বাস চাপায় লাবলু মাঝি (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী সেন্টু মৃধা গুরুত্বর আহত হয়েছে। নিহত লাবলু গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়াগতির বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়ে। খবরপেয়ে গুরুত্বর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মুনিম জানান, গুরুত্বর দুইজনকে হাসপাতালে নিয়ে আসার পর লাবলু মাঝিকে মৃত ঘোষনা করা হয়। এছাড়াও সেন্টু মৃধার অবস্থা আশংকাজনক। তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমিন জানান, দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

সময়ের চোখ

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

সময়ের চোখ

Call