২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৯

উজিরপুরে পুলিশকে পিটিয়ে  আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ 

দৈনিক সময়ের চোখ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
সরদার সোহেল,উজিরপুর :: বরিশালের উজিরপুরে পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
 এ ঘটনায়  উজিরপুর মডেল থানায়  পুলিশ বাদী হয়ে মামলা  দায়ের করেছে। হামলার অভিযোগে নারী গ্রেফতার।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ৪ অক্টোবর বুধবার রাতে উজিরপুর মডেল থানার এসআই মোঃ হাবিবুর রহমান ও কনস্টেবল মোঃ রাসেল গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মৃত মান্নান সরদারের ছেলে ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ বাদশা সরদারকে গ্রেফতার করতে গেলে সে দৌড়ে নিজ বসতঘরে প্রবেশ করে এস আই হাবিবুর রহমান আসমিকে জাপটে ধরে এসময় আসামি গ্রেফতার এড়ানোর চেষ্টা করে এবং  আসামীর স্ত্রী চম্পা বেগম সহ অজ্ঞাতনামা ৩/৪ জন এসে গ্রেপ্তার করতে বাধা প্রয়োগ করে। এসময়ে  আসামিদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে  তারা পুলিশকে কিল-ঘুষি মারে। এ সুযোগে গ্রেফতারকৃত আসামী পালিয়ে যায়।
 বিষয়টি মোবাইলে ডিউটিরত অফিসারকে জানালে  থানা পুলিশ ঘটনাস্থল থেকে মহিলা পুলিশের সহায়তায় অভিযুক্ত চম্পা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে  ৫ অক্টোবর উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে এবং অভিযুক্ত চম্পা বেগমকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুত্রে জানা যায়, ইন্দুরকানী থানার জিআর ২৪/২৩,ধারা ৩৭৯/৪১১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি বাদশা সরদার।
 এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ সুযোগে ওয়ারেন্ট ভুক্ত আসামি পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত চম্পা বেগমকে গ্রেফতার পূর্বক বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

সময়ের চোখ

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

সময়ের চোখ

Call