শিরোনাম
ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে টানা ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপে টেবিলের শীর্ষে পর্তুগাল।
শুক্রবার রাতে তেহেলনে পোল স্টেডিয়ামে স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পায় পর্তুগাল। দলের জয়ে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ।
সেই ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে বুট দিয়ে আঘাত করে নিষিদ্ধ হলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যাচের ৬২তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে বুট দিয়ে আঘাত করে হলুদ কার্ড দেখেন রোনালদো। ডানপ্রান্ত দিয়ে আসা বলে প্রথম শটে ঠিকঠাক সংযোগ করতে পারেননি ক্রিশ্চিয়ানো।
এরপর এগিয়ে গিয়ে স্লাইড করার চেষ্টা করেন; কিন্তু এবারো বলে সংযোগ ঘটাতে পারেননি, উল্টো রোনালদোর বুট সরাসরি গিয়ে আঘাত করে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে।
এতে রেফারি তাকে হলুদ কার্ডও দেখান। এর আগে পর্তুগালের হয়ে সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন রোনালদো। আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৮৩তম মিনিটে কার্ডটি দেখেছিলেন পর্তুগিজ সুপারস্টার।
টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন রোনালদো। ফলে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারবেন না পর্তুগাল অধিনায়ক।
সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |