২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৬

বরিশালে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

দৈনিক সময়ের চোখ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

এম জহির।। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাগর মৃধা ও বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী গোষ্ঠীর নৃশংস হামলার প্রতিবাদ এবং হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। বরিশাল সরকারি বিএম (ব্রজমোহন) কলেজ সংলগ্ন মসজিদ গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহাবুদ্দিন, সাব্বির, জুবায়ের, বাবর খালেদের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, আওয়ামী দুঃসাসনের পতন হলেও এখনো আওয়ামী পেতাত্বারা আমাদের আশেপাশেই রয়ে গেছে। তারা নানাভাবে বর্তমান সরকারকে বিতর্কিত এবং শেখ হাসিনার পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা আইনের মাধ্যমে এসব দেশ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
এসময় হামলাকারী রিশাদ ও মাসুদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল সরকারি বিএম কলেজের সমন্বায়ক সহ শিক্ষার্থীরা।

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

সময়ের চোখ

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

সময়ের চোখ

Call