সরদার সোহেল, উজিরপুর :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলকে চাঁদা না দেয়ায় অতর্কিত হামলা চালিয়ে ৫ জনকে আহত করেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়,২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের দত্তসার গ্রামের সেনেরহাট বাজারে আফজাল হোসেন বালীর কনফেকশনারীর দোকানের সামনে অভিযুক্ত গজেন্দ্র গ্রামের হোসেন মোল্লার ছেলে শাকিল মোল্লা(৩৬), ধামুরা গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে মোঃ রাসেল সিকদার(৩২),দত্তসার গ্রামের মুনসুর বেপারীর ছেলে আলমগীর হোসেন বেপারী(৫০),দক্ষিণ ধামুরা গ্রামের মন্তাজ উদ্দিনের ছেলে পনির বালী(২৭), শাহআলম সরদারের ছেলে আরিফ সরদার(৩২), পূর্ব ধামুরা গ্রামের রব হাওলাদারের ছেলে সুজন হাওলাদার(৪০),মৃত মানিক মীরের ছেলে মেহেদী হাসান (২২)সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে কচুয়া গ্রামের মৃত সাহেব আলী আকনের ছেলে নাইম আকন(৩৬), বাবরখানা গ্রামের জয়নাল সরদারের ছেলে মোঃ জুয়েল সরদার(৩৮), যুগিহাটি গ্রামের মকবুল হোসেন হাওলাদারের ছেলে মনির হাওলাদার(৪৮),শহিদুল ইসলাম তালুকদারের ছেলে সাইফুল ইসলাম তালুকদার(২২), শরীফ মোস্তফা জামানের ছেলে শরীফ মোস্তফা রুবায়েত(৩৬) এর উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মামলার বাদী নাইম আকন জানান, ওই সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে স্থাপনা ও বালু ভরাটে চাদা দাবী করে,চাদা না দিলে কাজ বন্ধ করে দেয়। তাদের ভয়ে মুখ খুলতে ভয় পায় সাধারনরা।এমনকি তার প্রতিবেশী চাচা কবির হোসেনের পুকুরে বালু ভরাটের কার্যক্রম শুরু করলে ওই চাদাবাজ সন্ত্রাসীরা মোটা অংকের টাকা চাঁদা দাবি করে।
এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। হামলার ঘটনায় নাইম আকন বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় এজাহার দায়ের করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত'র পরিবার।
প্রকাশক ও সম্পাদক- এম জহির
মোবাইলঃ 01716-918211
মেইলঃdailysomoyerchokh@gmail.com
কপিরাইট © ২০২৩ সময়ের চোখ