প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৩, ৫:১০ পূর্বাহ্ণ
উজিরপুরে নবম শ্রেণির ছাত্রকে অচেতন করে টাকা ছিনতাই

উজিরপুর প্রতিনিধি : : উজিরপুরে চায়ের সাথে নেশাজাতক দ্রব্য খাইয়ে নবম শ্রেণির এক ছাত্রকে অচেতন করে ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের রফিকুল ইসলাম মৃধার ছেলে নবম শ্রেণির ছাত্র মোঃ ইয়ামিন মৃধা ১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ঈদগাহ বাজারের ব্যবসায়ী কাওছার হোসেনের টেলিকম এর দোকান থেকে রকেট থেকে নগদ ১০ হাজার টাকা উত্তোলন করে হস্তিশুন্ড প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে যায় এবং সেখানে ওই স্কুল ছাত্র চা পান করে। এরপর অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থল ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ইয়ামিনের মা রোজিনা বেগম সাংবাদিকদের জানান,তার নাবালক ছেলেকে অজ্ঞাত অজ্ঞান পার্টিরা চা বা নেশাজাতক ইনজেকশন পুষ করে ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। অল্পের জন্য আমার ছেলে প্রানে বেঁচে যায়। তবে এখনো সে সুস্থ হয়নি আবল তাবল বকছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,বিষয়টি জানা নেই, তবে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- এম জহির
মোবাইলঃ 01716-918211
মেইলঃdailysomoyerchokh@gmail.com
কপিরাইট © ২০২৩ সময়ের চোখ